জয়পুরহাট: জয়পুরহাটে শীর্ষ সন্ত্রাসী রানা আহম্মেদকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রানা আহম্মেদ জয়পুরহাট সদর উপজেলার গৌরিপাড়ার ওবাইদুল ইসলামের ছেলে।
বুধবার (২৭ এপ্রিল) ভোরে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় জয়পুরহাট শহরের বাজারগলি সোনারপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, রানা আহম্মেদ দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ছিনতাই করে আসছিলেন। বুধবার ভোরে শহরের বাজারগলি সোনারপট্টি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, অভিযানে রানার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। হত্যা, অস্ত্র, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি এই রানা।