Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গ্যাস-বাণিজ্যকে অস্ত্র বানিয়েছে রাশিয়া’

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২২ ১৩:৪২

গ্যাস সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া, এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (২৭ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন।

এর আগে, গ্যাসের দাম রুবলে পরিশোধে রাজি না হওয়ায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। ইউরোপের অন্য দেশগুলোও তাদের এই শর্ত না মানে তাহলে তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে ক্রেমলিন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, রাশিয়া শুধু গ্যাস নয়, যে কোনো বাণিজ্যকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

ইউক্রেন প্রেসিডেন্ট দাবি করেন, ইউরোপ সবাই যতো তাড়াতাড়ি বাণিজ্যের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমাতে পারবে তত তাড়াতাড়ি সেখানে স্থিতিশীলতা আসবে।

রফতানি শুল্ক প্রত্যাহার এবং কোটা স্থগিত করার জন্য সম্প্রতি ইইউর সঙ্গে ইউক্রেনের একটি চুক্তি হয়েছে। একে স্বাগত জানিয়ে বলেছেন, রাশিয়া বিশ্ব বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বিশেষ করে খাদ্য বাজারে। ইউক্রেনীয় রফতানি বাজারকে স্থিতিশীল করতে ও সংকটের সময় দেশগুলোর অর্থনীতিকে সহায়তা করবে।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ ভলোদিমির জেলেনস্কি রুশ আগ্রাসন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর