Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষিজোড়া ইকোপার্কে বর্জ্য ফেলার ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ১৪:২০

ফাইল ছবি

ঢাকা: মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকোপার্কে পৌরসভার বর্জ্য ফেলার ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) দায়ের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

রুলে মৌলভীবাজারের সদর উপজেলাধীন লাউরাগা রিজার্ভ ফরেস্ট মৌজায় অবস্থিত ৮৮৬ একর আয়তনের বর্ষিজোড়া ইকো পার্কে অবৈধ গাছকাটা, পাহাড় কাটা, রাস্তা নির্মাণ ও বর্জ্য ডাম্পিং থেকে রক্ষা ও সংরক্ষণে বিবাদীদের ব্যর্থতাকে কেন অবৈধ, আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

সেই সঙ্গে ইকো পার্কটিকে ধ্বংসের জন্য মৌলভীবাজার পৌরসভার মেয়রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ আদায় এবং জনস্বার্থে পার্কটিকে সংরক্ষণে বিবাদীদের প্রতি কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব, প্রধান বন সংরক্ষক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১০ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর