Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ১৪:২৯

ঢাকা: এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন এস জয়শঙ্কর।

এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, বাংলাদেশ বিমান বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সফরের অংশ হিসেবে বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এস জয়শঙ্কর।

এরপর বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বৈঠক শেষে জয়শঙ্করের সম্মানে ইফতার এবং নৈশভোজ অনুষ্ঠিত হবে। এরপর সাংবাদিকদের সঙ্গে এ সফরের ব্যাপারে কথা বলবেন সংশ্লিষ্টরা।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কেবল শেখ হাসিনাকে আমন্ত্রণ নয় বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে জয়শঙ্করের এই সফরে। আলোচনায় তোলা হবে তিস্তা প্রসঙ্গও।

এছাড়াও, কুশিয়ারা নদীর পানি উত্তোলনের বিষয়টি সমাধান করতে দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের ব্যাপারেও বাংলাদেশের পক্ষ থেকে তাগাদা দেওয়া হবে।

সারাবাংলা/টিএস/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর