Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৯

সারাবাংলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২২ ১৫:৪৪ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৬:৩১

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিতদের মধ্যে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে দেশ টানা ৮ দিন করোনায় মৃত্যুশূন্য রয়েছে। তবে নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফtopতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্যানুযায়ী— বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৪ হাজারের নমুনা পরীক্ষা করে এই ১৯ জনের কোভিড শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৬০৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৬২টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৬ শতাংশ।

বিজ্ঞাপন

নতুন করে ১৯ জন শনাক্ত হওয়া নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৪৭ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে মহামারির মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৬৪৪ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন আছে।

এর আগে, সর্বশেষ গত ২০ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৬৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯৪ হাজার ৮২০ জন সুস্থ হয়ে উঠলেন।

সারাবাংলা/এসএসএ

করোনা করোনা সংক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর