Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ পানির লাইন বন্ধে ওয়াসাকে প্রধানমন্ত্রীর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ১৬:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

ঢাকা: দেশে কলেরা সংক্রমণ বাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করেছেন। ওয়াসাকে অবৈধ পানির লাইন বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব জানান, অনির্ধাতিত ইস্যু হিসেবে সভায় কলেরা সংক্রমণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ— ওয়াসাকে নির্দেশ দিয়েছেন।

ওয়াসা বলেছে— উৎপত্তিস্থলের পানিতে কোনো দূষণ পাওয়া যায়নি। ওয়াসার লাইন থেকে বাসা বাড়িতে লাইন নেওয়ার সময় হয়ত জীবাণু ঢুকছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‌‘জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা-ডাব্লিউএইচও আমাদের ৭.৫ মিলিয়ন কলেরার ভ্যাকসিন দেবে। ১৫ মে’র মধ্যে এগুলো পেয়ে যাবো। তখন এগুলো দেওয়া শুরু হবে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

ওয়াসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

৫৫ লাখ লিটার তেল কিনবে টিসিবি
২৭ নভেম্বর ২০২৪ ১৭:৫১

আরো

সম্পর্কিত খবর