দুই পল্লী উন্নয়ন একাডেমির খসড়া অনুমোদন
স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ১৭:০৮
২৮ এপ্রিল ২০২২ ১৭:০৮
ঢাকা: শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর এবং পল্লী উন্নয়ন একাডেমি রংপুর-২০২২ এর আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়
সচিব বলেন, ‘দক্ষতা উন্নয়নে কাজ করবে এই একাডেমি। পল্লী উন্নয়ন বিষয়ক ক্যাপাসিটি তেরির কাজ কাজ করবে এই একাডেমি দুটি।’
এ নিয়ে এরকম একাডেমি হলো চারটি। এখন এ ধরনের একাডেমি কুমিল্লা আর বগুড়ায় আছে।
সারাবাংলা/এএইচএইচ/একে