কক্সবাজার: কক্সবাজারের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী মিনহাজুর রহমান রকিকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। এসময় এলাকাবাসী ইট-পাটকেল নিক্ষেপ করলে র্যাব ফাঁকা গুলিবর্ষণ করে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের আলির জাহাল এস এম পাড়ার রাজ ম্যানশন থেকে রকিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতার রকি ১০ মামলার আসামি। তিনি শহরের পিটি স্কুল এলাকার চেয়ারম্যান ঘাটার মৃত শফিকুর রহমানের ছেলে।
অভিযানের নেতৃত্বে থাকা র্যাব-১৫-এর উপঅধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী জানান, অভিযোগের ভিত্তিতে ১০ মামলার আসামি রকিকে গ্রেফতার করা হয়। এসময় ঘর তল্লাশি করে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
র্যাব জানিয়েছে, রকিকে গ্রেফতারের পর র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।