সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ: মেয়র হাছিনা গাজী
২৮ এপ্রিল ২০২২ ২১:২৭
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ক্ষুদা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে। বিশ্বে সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।’
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে ভিজিএফের চাল বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গরীব, দরিদ্র ও অসহায় মানুষ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেজন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার চায় দেশের একজন মানুষও যাতে অনাহারে না থাকে। সরকার চায় সবাই যাতে সাচ্ছন্দে ইদ উৎসব পালন করতে পারে। এজন্য সরকার কাজ করছে। এ ব্যাপারে সরকারের পাশাপাশি সমাজের ধনীদের এগিয়ে আসা উচিৎ। তাহলেই অতি দ্রুত ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে উঠবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম, তারাবো পৌরসভার কাউন্সিলর আক্তার হোসেন মোল্লাসহ অনেকে।
অপরদিকে, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতিক) ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় নারীদের মাঝে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে যোগ দেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।
সে সময় মেয়র হাছিনা গাজী বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত জোট দেশের উন্নয়ন চায় না। তারা দেশকে পিছিয়ে দিতে উন্নয়নে বাঁধা সৃষ্টি করছে। দেশবিরোধী বিএনপি-জামায়াত জোট চক্রের ষড়যন্ত্রকারীরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের ষড়যন্ত্র কথনও সফল হবে না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া ও সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতাসহ অনেকে।
সারাবাংলা/এমও