Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোনাস হয়নি ৩০ শতাংশ পোশাক কারখানায়

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ২২:৩০

ফাইল ছবি

ঢাকা: এখনও ৩০ শতাংশ পোশাক শ্রমিকের বোনাস হয়নি। এপ্রিল মাসের ১৫ দিনের বেতন হয়নি ৭০ শতাংশ কারখানায়। শিল্প পুলিশ এ তথ্য জানিয়েছে।

জানতে চাইলে শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে দেখছি, ৭০ শতাংশ পোশাক কারখানায় শ্রমিকদের বোনাস পরিশোধ করা হয়েছে। আর ৩০ শতাংশ কারখানায় এপ্রিল মাসের বেতন দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

আর সরকারি নির্দেশনা অনুসারে ২৮ এপ্রিলের মধ্যে শ্রমিকদের ন্যূনতম এপ্রিল মাসের প্রথম ১৫ দিনের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু এই নির্দেশ অমান্য করেছে ৭০ শতাংশ পোশাক কারখানা মালিকরা। এই সময়ে মাত্র ৩০ শতাংশ কারখানা মালিকরা বেতন দিয়েছে।

সারাবাংলা/ইএইচটি/একে

ইদ পোশাক কারখানা বেতন-বোনাস

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর