Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কাটা ও মাড়াই শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ১৭:১৩

নরসিংদী: ‘কৃষিই সমৃদ্ধি’— এই স্লোগান সামনে রেখে কম্বাইন্ড হারভেস্টর যন্ত্রের মাধ্যমে নরসিংদীতে ২০২১-২২ রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ধান কাটা ও মাড়াই কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে মনোহরদী উপজেলার হাররদিয়া মাঠে যন্ত্রের মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ের এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. ছাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলার চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. মাহাবুবুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তারসহ স্থানীয় কৃষকরা।

অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ৫০ একর জমিতে মোট ১০০ জন কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের অন্তর্ভুক্ত করা হয়।

সারাবাংলা/টিআর

কম্বাইন্ড হারভেস্টর সমলয়ে চাষাবাদ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর