Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ থেকে ১৪ মে সাজেকের কটেজ-রিসোর্ট বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২২ ০০:১০

রাঙ্গামাটি: রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত ৬ দিন মেঘের উপত্যকা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটক আগমনে নিরুৎসাহিত করা হয়েছে। একইসঙ্গে এই সময়ে সাজেকের কংলাক ও রুইলুই পাহাড়ে অবস্থিত সব কটেজ-রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে কটেজ মালিক সমিতি।

স্থানীয় প্রশাসন ও সাজেক কটেজ মালিক সমিতি সূত্র জানিয়েছে, আগামী ১২-১৪ মে পর্যন্ত সাজেকে তিনদিনের অবকাশ যাপনে আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময়কালীন রাষ্ট্রপতির আগমনে নিরাপত্তা বলয় জোরদার করতে ছয়দিন সব রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই কটেজ মালিকদের এই সংগঠনটি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজেক কটেজ মালিক সমিতির সদস্যভুক্ত ও সদস্য ছাড়া সব মিলিয়ে সাজেকের দুই পাহাড়ে শতাধিক আবাসিক কটেজ-রিসোর্ট রয়েছে৷ সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, সবগুলোই বন্ধের আওতায় থাকবে। তবে ১৫ মে থেকে আগের মতো সব খুলে দেওয়া হবে।

বিষয়টির নিশ্চিত করে সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই জানান, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত এই ছয়দিন সাজেকের সব কটেজ রিসোর্ট বন্ধ থাকবে।

সারাবাংলা/এমও

কটেজ-রিসোর্ট রাষ্ট্রপতি সাজেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর