Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা ৯ দিন করোনায় মৃত্যু শূন্য, শনাক্ত ৩০

সারাবাংলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২২ ১৬:০১

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিতদের মধ্যে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে দেশ টানা ৯ দিন করোনায় মৃত্যুশূন্য রয়েছে। তবে নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন শনাক্ত হয়েছিলেন ১৯ জন।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত এক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ৩০ জন শনাক্ত হওয়ায় এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৭৪ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৩২৬ জন করোনা রোগী। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।

 করোনাভাইরাস বিষয়ক বুলেটিনে বলা হয়— সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৬২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৫৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৫২৮টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪১ শতাংশ।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

বুলেটিনে আরও বলা হয়— গত ২৪ ঘণ্টায় ৬ জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০ জন।

এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৪ লাখ ৪৩ হাজার ৬৯৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ লাখ ১২ হাজার ৬৬১ জন।

বর্তমানে আইসোলেশনে আছেন ৩১ হাজার ৩৩ জন।

সারাবাংলা/একে

করোনা করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর