কাজ থেকে বাদ দেওয়ায় মৎস্যজীবীকে কুপিয়ে আহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২২ ২৩:০১
২৯ এপ্রিল ২০২২ ২৩:০১
বগুড়া: সারিয়াকান্দিতে মাছ ধরার কাজ থেকে বাদ দেওয়ার জেরে এক জেলের বটির কোপে মৎস্যজীবী শরিফ মন্ডল আহত হয়েছেন। আহত শরিফ মন্ডলকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের মোনাখালি এলাকায় এ ঘটনা ঘটে। এতে শরিফের স্ত্রী রাশেদা বেগম (৩৬) এবং ছেলে রাসেল মন্ডল আহত হয়।
আহতরা জানান, শরিফ মন্ডল তার নিজস্ব নৌকায় একই এলাকার আনিছ উদ্দিনের ছেলে জহুরুল মন্ডলকে সঙ্গে নিয়ে যমুনা নদীতে মাছ ধরার কাজ করছিলেন। নেশার সঙ্গে জড়িত থাকায় জহুরুল মন্ডলকে বেশ কিছু দিন কাজে নেন না শরিফ মন্ডল।এরই জেরে কড়িতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে জহুরুল মন্ডল দলবল নিয়ে তাদের তিন জনের উপর হামলা করে মারপিট করে এবং শরিফ মন্ডলকে বটি দিয়ে কুপিয়ে আহত করে।
সারাবাংলা/এমও