কাবুলের মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০
আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২২ ২৩:৪৩
২৯ এপ্রিল ২০২২ ২৩:৪৩
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। রমজান মাসজুড়েই আফগানিস্তানে মসজিদকেন্দ্রিক হামলার ঘটনা ঘটছে।
শুক্রবার (২৯ এপ্রিল) কাবুলের পশ্চিমাঞ্চলীয় খলিফা সাহেব মসজিদে ওই বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র বেসমুল্লাহ হাবিব বার্তাসংস্থা রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছেন।
ওই মসজিদের প্রধান সৈয়দ ফাজিল আঘা বলছেন, তাদের সঙ্গে জুমার নামাজে কোনো আত্মঘাতীবোমা হামলাকারী সামিল হয়েছিল। পরে সে এই নারকীয় হত্যাযজ্ঞ চালায়।
এর আগের সপ্তাহের বৃহস্পতিবারে মাজার ই শরীফ শহরে এ রকম বিস্ফোরণে ৯ জন এবং তারপর দিন শুক্রবার কুন্দুজের একটি মসজিদে হামলায় ৩৩ জনের মৃত্যু হয়।
সারাবাংলা/একেএম