Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অর্থনীতিবিদ হিসেবে দেশের জন্য বড় অবদান রেখেছেন মুহিত’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২২ ১৩:০০

ঢাকা: সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত ১২ টা ৫৬ মিনিটের দিকে মারা যান মুহিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের শারীরিক ও বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।

বিজ্ঞাপন

শোক বার্তায় রওশন এরশাদ বলেন, শিক্ষা, সরকারি চাকুরি,রাজনীতি, অর্থনীতি,সাহিত্য সব মিলিয়ে বর্ণাঢ্য জীবন তার (আবুল মাল আবদুল মুহিত)। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ভাষা সংগ্রামেও অংশ নিয়েছেন তিনি। দেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার বাজেট পেশ করে অনন্য নজির স্থাপন করেছেন। একজন পন্ডিত অর্থনীতিবিদ হিসেবে আবুল মাল আবদুল মুহিত দেশের জন্য বড় অবদান রেখেছেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, স্বাধীনতা পুরস্কারে ভূষিত আবুল মাল আবদুল মুহিত ছিলেন অফুরন্ত জীবনীশক্তির অধিকারী। তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল। তার সরলতা ও সাহসিকতা সকল মহলে প্রশংসিত। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যা সহজে পূরণ হবার নয়।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর