শাহজালালে ৮ কেজি সোনা জব্দ
৩০ এপ্রিল ২০২২ ১৫:২৯
ঢাকা: শারজা থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি ১২০ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই সোনা জব্দ করা হয়।
ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার মো. সানোয়ারুল কবীর সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শারজা থেকে ইউএস বাংলার বিমানটি চট্টগ্রাম হয়ে দুপুর ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে বিমানটির ভেতরে থাকা ময়লার টিস্যু ফেলার ঝুড়ির মধ্যে থেকে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০ পিস সোনারবার উদ্ধার করা যায়।
সানোয়ারুল কবীর আরও জানান, যারা এই সোনার বারগুলো এনেছিল তারা কাস্টমের উপস্থিতি টের পেয়ে সোনাগুলো হয়তো ফেলে রেখে চলে গিয়েছে। আটক হওয়া সোনার বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। আটক সোনার বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসজে/এসএসএ