Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত্যুহীন দিনে শনাক্ত ১৭

সারাবাংলা ডেস্ক
৩০ এপ্রিল ২০২২ ১৭:২৯

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিতদের মধ্যে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে দেশ টানা ১০ দিন করোনায় মৃত্যুশূন্য রয়েছে। তবে নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন শনাক্ত হয়েছিলেন ৩০ জন।

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত এক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ১৭ জন শনাক্ত হওয়ায় এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ২৫৮ জন করোনা রোগী। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৪০৪ জন।

করোনাভাইরাস বিষয়ক বুলেটিনে বলা হয়— সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৯৩৭টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৯৩৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার ৪৬৬টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬৩ শতাংশ।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

সারাবাংলা/এসএসএ

করোনা করোনা সংক্রমণ টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৪

সম্পর্কিত খবর