Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ১

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২২ ২২:১৯

জয়পুরহাট: প্রবল কালবৈশাখি ঝড়ে জয়পুরহাটে উপড়ে গেছে প্রায় সহস্রাধিক গাছপালা, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধান, পাট, আম, ভূট্টা, কলাসহ শাক-সবজি ক্ষেতের। এছাড়া ঝড়ে গাছ ভেঙে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক শফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ২ ঘণ্টা স্থায়ী ঝড়-বৃষ্টিতে জেলায় প্রায় ১৭ হাজার ২০০ হেক্টর জমির বোরো ধান, পাট, ভূট্টা, কলা, শাক-সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ঝড়ের সময় মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে জয়পুরহাট সদর উপজেলার শ্যামপুর গ্রামে গাছ ভেঙে নিহত হন সঞ্জয় কুমার মন্ডল নামে এক যুবক। নিহত সঞ্জয় একই গ্রামের সুচীন্দ্রনাথ মন্ডলের ছেলে।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে হাজারও গাছপালা উপড়ে পরে যাওয়া ছাড়াও জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু কাঁচা-পাকা বাড়ি ও প্রাচীর ধসে পরেছে বলে জানা গেছে।

জেলা প্রশাসক শরীফুল ইসলাম জানান, জেলা ত্রাণ তহবিলে পর্যাপ্ত পরিমান ত্রাণসামগ্রী মজুদ রয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা পাওয়ার পর যত দ্রুত সম্ভব ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

সারাবাংলা/এমও

কালবৈশাখি কালবৈশাখি ঝড় ক্ষয়ক্ষতি জয়পুরহাট

বিজ্ঞাপন

তরমুজের এত গুণ!
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২৭

অভিনয়ে ফিরলেন জনি ডেপ
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর