Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

সারাবাংলা ডেস্ক
১ মে ২০২২ ০০:০০ | আপডেট: ১ মে ২০২২ ১০:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রোববার (১ মে) বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন সোমবার (২ মে) ইদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ইদ উদযাপিত হবে মঙ্গলবার (৩ মে)। পবিত্র ইদুল ফিতর সোমবার না মঙ্গলবার তা জানা যাবে আজ।

এদিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ইদুল ফিতরের তারিখ নির্ধারণে সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১ মে) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ইদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। [সূত্র: বাসস]

সারাবাংলা/পিটিএম

জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর