Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুরিয়ায় বেড়েছে যানবাহন এবং যাত্রীর চাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২২ ০৯:৫৬ | আপডেট: ১ মে ২০২২ ১১:১২

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দূরপাল্লার যাত্রীবাহী বাসের পাশাপাশি ছোট ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। পাশাপাশি কাটাপথে আসা যাত্রীদের চাপ রয়েছে গুরুত্বপূর্ণ এই ঘাটে। রোববার (১ মে) এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

শনিবার (৩০ এপ্রিল) রাতে আসা দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক যানবাহনের চালক ও ইদে ঘরে ফেরা যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করে নদী পার হতে না পেড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী ও শিশুদের।

তবে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় উপ-মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ দাবি করেছেন, যাত্রী ও যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে মোট ২১টি ফেরি রয়েছে। তাই ঘাটে এসে কোনো যানবাহনের চালক ও যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে না। কিন্তু ইদের একদিন বাকি থাকায় ঘাটে অন্যদিনের চেয়ে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে।

বিজ্ঞাপন

এদিকে আরিচা কাজিরহাট নৌপথে যাত্রীবাহী বাস পারাপারের জন্য ৩টি ফেরিসহ ঢাকা থেকে কাটাপথে আসা যাত্রীদের জন্য পাটুরিয়া ঘাটে ২১টি লঞ্চ ট্রাফিকে রয়েছে।

সারাবাংলা/এসএসএ

পাটুরিয়া ঘাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর