রেলস্টেশনে যাত্রীদের চাপ, শুরু হয়েছে ফিরতি টিকিট বিক্রি
১ মে ২০২২ ১৬:১৭ | আপডেট: ১ মে ২০২২ ১৬:২৪
ঢাকা: বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতি কম থাকলেও গত চার দিনের মতো কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের বেশ চাপ ছিল। তবে যাত্রী সংখ্যা বেশি থাকলেও তিনটি ট্রেন ছাড়া প্রায় সবগুলোই ছেড়ে গেছে যথাসময়ে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, শেষ সময়ে তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় রেলওয়ে স্টেশনে এই বাড়তি চাপ।
ইদ উপলক্ষে যে পাঁচ দিনের আগাম টিকিট বিক্রি হয়ে শুরু হয়েছিল, তার যাত্রার শেষ দিন ছিল আজ রোববার (১ মে)। সে হিসাবে যারা অগ্রিম টিকিট কেটেছিলেন, তারা এদিনও ট্রেনে ভ্রমণ করছেন। তাদের সঙ্গে যোগ হয়েছে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ইদযাত্রা। সে কারণে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ ছিল বিকাল পর্যন্ত।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকেই শিডিউল অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে কমলাপুর রেলওয়েস্টেশন ছেড়ে গেছে ট্রেন। এদিন একতা এক্সপ্রেস, অগ্নিবীণা, তিতাস ও কমিউটারসহ অন্যান্য ট্রেনগুলো যথাসময়ে কমলাপুর ছেড়েছে। ধূমকেতু এক্সপ্রেস, চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস এক থেকে দেড় ঘণ্টা দেরি করে ছেড়ে গেছে। তবে এ নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই।
রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রী সজল মাহমুদ জানান, সকাল ৬টায় এই ট্রেন ছাড়ার সময় থাকলেও ৭টার পর ছেড়ে দেওয়া হয়। তবে এ নিয়ে বিরক্ত হওয়ার কিছু নেই। সকলের সঙ্গে দেখা হবে সেটাই বড় আনন্দের।
সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী নবনী আহমেদ বলেন, ট্রেন প্রায় ৪০ মিনিট লেট। আমরা ৩০ মিনিট আগেই স্টেশনে এসে ট্রেনের অপেক্ষা করেছি। ট্রেন বিলম্ব হওয়াতে খারাপ লাগছে না। সমস্যা হলো প্রচণ্ড গরম। এই গরমে বাইরের বাতাসও গরম লাগছে। তার ওপরে রোজা।
এবার টিকিট কালোবাজারি বন্ধ, একাধিক স্টেশনে টিকিট বিক্রি, ট্রেনের শিডিউল বিপর্যয় কমানোর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে এবং তা বাস্তবায়ন করছে রেলওয়ে। পাশাপাশি জানালার রড ঝুলে, ছাদে বসে-শুয়ে ভ্রমণের প্রবণতাও বেশ কমিয়ে আনতে পেরেছে। এ প্রসঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারওয়ার বলেন, ঘরমুখো যাত্রীদের ট্রেন যাত্রা নির্বিঘ্ন করার পাশাপাশি একটা শৃঙ্খলা বজায় রেখে চলার চেষ্টা করেছি আমরা। এতে যাত্রীরা অনেক সহযোগিতা করেছেন। কারণ যারা নিরাপদে ভ্রমণ করতে চান তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না।
এদিকে গত ২৩ এপ্রিল থেকে ট্রেনে ইদযাত্রার আগাম টিকিট বিক্রির যাত্রা শেষ হল আজ রোববার। সিদ্ধান্ত অনুযায়ী এদিন থেকে ইদ শেষে ঢাকা ফিরে আসার টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। ইদ শেষ করে ফিরে আসার জন্য ১ মে থেকে টিকিট বিক্রি হয়েছে ৫ মে যাতায়াতের টিকিট। ৬ মে যাতায়াতের টিকিট কাটতে হবে ২ মে, ৭ মে যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে ৩ মে, ৮ মে যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে ৪ মে। ২, ৩ এবং ৪ মে টিকিট বিক্রি হবে চাঁদ দেখার ওপরে নির্ভর করে।
সারাবাংলা/জেআর/এসএসএ