৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস, বাড়বে দিনের তাপমাত্রা
১ মে ২০২২ ২০:২০
ঢাকা: ঢাকাসহ দেশের আট জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড়ো হাওয়া আর শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আর এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আগামী তিন দিন পর্যন্ত। প্রচণ্ড গরমে স্বস্তির বৃষ্টির খবর দিলেও তাপমাত্রা এখনই কমছে না বলে জানিয়েছে অধিদফতর।
রোববার (১ মে) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মোহাম্মদ শাহীনুল ইসলাম জানান, এই বৈরী আবহাওয়া আগামী তিন দিন অব্যাহত থাকবে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। কিন্তু রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে দেশের নদ-নদী বন্দরকে কোনোরকম সর্তক সংকেত দেখাতে বলা হয়নি।
এদিক, রোববার দেশের চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সারাবাংলা/জেআর/পিটিএম