পাটুরিয়া ঘাটে যানবাহনের অপেক্ষায় ফেরি
২ মে ২০২২ ১৩:০৯
মানিকগঞ্জ: ইদুল ফিতরের আগের দিন। তবে পাটুরিয়া ঘাটে পারাপারের জন্য কোনো গাড়ি নেই। তাই অলস বসে আছে ঘাটের ফেরিগুলো। যাত্রী ও যানবাহনের অপেক্ষায় নোঙর করে রয়েছে। এমনকি ঘাট কর্তৃপক্ষ থেকে ফেরির সংখ্যাও কমিয়ে দেওয়া হয়ছে।
সোমবার (২ মে) সকালে পাটুরিয়া ঘাট এলাকায় এমন দৃশ্য দেখা যায়। পাঁচটি ফেরি ঘাটের মধ্যে কোনোটিতেই পারাপারের জন্য কোনো যানবাহনকে অপেক্ষায় থাকতে দেখা যায়নি এসময়। তবে বাস বদল করে নদী পার হচ্ছেন— এমন যাত্রীদের চাপ রয়েছে লঞ্চ ঘাটে।
যাত্রীরাও বলছেন, যেকোনো গাড়ি ঘাটে এসেই ফেরিতে উঠে যেতে পারছে। যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির চাপ না থাকায় ঘাটে আসা ট্রাকগুলোও পার করে দিচ্ছে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেয়াজ বলেন, ঘাটে যানবাহনের জন্য ফেরি বসে রয়েছে। গাড়ি এলেই ফেরিতে উঠতে পারছে। যাত্রীবাহী বাস, ছোট গাড়ি না থাকায় সব ট্রাকও পার করে দেওয়া হয়েছে।
খালেদ নেয়াজ বলেন, যাত্রীবাহী বাসের চাপ না থাকলেও লঞ্চে কাটা গাড়ি ও লোকাল বাসের যাত্রীদের কিছুটা চাপ রয়েছে। ঘাটে যানবাহনের তেমন চাপ না থাকায় ২১টি ফেরির মধ্যে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
সারাবাংলা/টিআর