Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে মালি

আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২২ ১৯:০৫

পশ্চিম আফ্রিকার দেশ মালির ক্ষমতাসীন সামরিক সরকার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে। প্রাক্তন ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সঙ্গে দেশটির সম্পর্ক অবনতির সর্বশেষ নিদর্শন এটি।

মালির সামরিক সরকার জানিয়েছে, সোমবার (২ এপ্রিল) বিকেলে তারা প্যারিসকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ফ্রান্স এখন পর্যন্ত এই ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মালি সরকারের মুখপাত্র কর্নেল আবদৌলায়ে মাইগা বলেন, মালি প্রজাতন্ত্রের সরকার ফ্রান্সের সঙ্গে সামরিক সহযোগিতার ক্ষেত্রে গভীর অবনতির জন্য দুঃখ প্রকাশ করছে।

বিবৃতিতে মাইগা, ফরাসি বাহিনী কর্তৃক একাধিকবার তার দেশের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেন। তিনি মালির বাহিনীর সঙ্গে যৌথ অভিযান শেষ করার জন্য ফ্রান্সের ২০২১ সালের জুনের সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন। এছাড়া তিনি মালি থেকে ফ্রান্সের সেনা প্রত্যাহারের জন্য ফেব্রুয়ারিতে ফ্রান্সের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২০ সালের আগস্টে গণতান্ত্রিক সরকার হটিয়ে মালির ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এর পর থেকে ফ্রান্সের সঙ্গে মালি সরকারের উত্তেজনা বাড়ে।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর