Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাত ১০টার পর ২ দিন গ্যাস থাকবে না আমিন বাজার-সাভারে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ২১:৩৬

ঢাকা: সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (৩ মে) রাত দশটা থেকে পরবর্তী দুই দিন অর্থাৎ ৪৮ ঘণ্টা ঢাকা ও মানিকগঞ্জের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার রাত দশটা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকার আমিনবাজার, হেমায়েতপুর, সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় গ্যাসের সংকট দেখা দিতে পারে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

সারাবাংলা/জেআর/এসএসএ

আমিন বাজার-সাভার

বিজ্ঞাপন
সর্বশেষ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
২১ অক্টোবর ২০২৪ ২১:৫২

ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই
২১ অক্টোবর ২০২৪ ২১:০৭

সম্পর্কিত খবর