Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ২৩:৩০

ফাইল ছবি

গাইবান্ধা: সদর উপজেলার গাইবান্ধা-ধর্মপুর সড়কে সিএনজির ধাক্কায় লাবণ্য মিয়া (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক জন।

মঙ্গলবার (৩ মে) সন্ধ্যে ৭টার দিকে কাবিলের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবণ্য খোলাহাটী ইউনিয়নের মাঠবাজার এলাকার ছয়ঘড়িয়া গ্রামের আহসান আলীর ছেলে। খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম হক্কানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, লাবণ্য মোটরসাইকেল যোগে নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘাতক সিএনজিটিকে আটক করেছে স্থানীয়রা।

সারাবাংলা/পিটিএম

গাইবান্ধা নিহত মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর