Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ ও ৮ মে’র ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মে ২০২২ ১০:৫৯

ঢাকা: পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষদের কর্মস্থলে ফেরাতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন বিক্রি হচ্ছে আগামী ৭ ও ৮ মে ভ্রমণের টিকিট।

রেলওয়ে জানিয়েছে, যে ব্যক্তি যে স্টেশন থেকে যাত্রা করবেন, তিনি ওই স্টেশন থেকেই ট্রেনের টিকিট সংগ্রহ করবেন।

বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও যাত্রীরা টিকিট সংগ্রহ করছেন। তবে সেখানে কোনো ভিড় নেই। টিকিট প্রত্যাশীরা জানিয়েছেন, কয়েক মিনিটের মধ্যেই হাতে টিকিট পেয়ে যাচ্ছেন। তবে নিয়মের পরিবর্তন হয়নি। অর্থাৎ প্রত্যেককে জাতীয় পরিচয়পত্র দেখিয়েই টিকিট সংগ্রহ করতে হয়েছে।

এ প্রসঙ্গে কমলাপুর রেলওয়েস্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারোয়ার জানান, যে যাত্রী দেশের যে স্থান থেকে ভ্রমণ করবেন, তিনি সেই স্টেশনেই ঢাকায় ফেরার টিকিট পাবেন। আবার অনলাইন থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, গত ১মে থেকে শুরু হয়েছে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি।

সারাবাংলা/জেআর/এসএসএ

৭ ও ৮ মে’র ট্রেনের ফিরতি টিকিট টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর