Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে বাস উল্টে প্রাণ গেল ২ তরুণের

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মে ২০২২ ১৪:২৭

ঢাকা-চট্টগ্রাম সহাসড়ক

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাইয়ে লক্ষ্মীপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন।

বুধবার (৪ মে) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই উপজেলার ছোট কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন— মো. ফয়সল (১৯) ও শান্ত আচার্য (২৩)। ফয়সল কুমিল্লার দাউদকান্দি উপজেলার হুমায়ন কবিরের ছেলে। শান্ত চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফফরাবাদ গ্রামের স্বপন আচার্যের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া হাইওয়ে পুলিশের স্থানীয় কুমিরা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাকির হোসেন সারাবাংলাকে বলেন, ‘স্বাধীন বাংলা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জে যাচ্ছিল। বেপরোয়া গতির বাসটি ছোট কমলদহ এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসের নিচ থেকে দু’জনকে আহত অবস্থায় বের করে আনি। তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বাস উল্টে আরও কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন জানিয়ে এএসআই জাকির তথ্য দেন, আহতদের মধ্যে এক জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার জন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে পায়নি। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/টিআর

টপ নিউজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর