Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদ ঘিরে মন্দা মৌসুমে চাঙা পাহাড়ের পর্যটন

প্রান্ত রনি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২২ ০৯:০৬

রাঙ্গামাটি: সাপ্তাহিক ছুটি, মহান মে দিবস ও ইদুল ফিতরকে কেন্দ্র করে টানা কয়েকদিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। টানা ছুটির কারণে যান্ত্রিক জীবনের অবসাধ ও এবারের ইদুল ফিতর পাহাড়ে কাটাতে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন পর্যটকরা। এতে সরগরম হয়ে উঠেছে পাহাড়ের পর্যটনশিল্প। মূলত ইদকে ঘিরে মন্দা মৌসুমেও চাঙা হয়ে উঠেছে পাহাড়ের পর্যটন।

ইদুল ফিতরকে কেন্দ্র করে শহর এলাকার বেশিরভাগ দোকানপাট, শমিংমল, খাবারের রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে কিছুটা বিপাকে পড়েছেন পর্যটকরা। অন্যদিকে, ইদের দিন হালকা বৃষ্টিপাত ও ইদের পরদিন বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাতের কারণে সকাল থেকেই জেলা শহর ও কাপ্তাইয়ের পর্যটন ও বিনোদনকেন্দ্রসমূহ কিছুটা ফাঁকা ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত বন্ধ হওয়ায় আবারও মুখর পর্যটনকেন্দ্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহান মে দিবস ও পবিত্র ইদুল ফিরত উপলক্ষে ১ মে থেকে ৪ মে পর্যন্ত সরকারি ছুটি রয়েছে। আবার ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ার কারণে সাপ্তাহিক দু’দিন বেড়ে মোট টানা ছুটি হয়েছে ৬ দিন। অন্যদিকে বৃহস্পতিবার অফিস, আদালত খোলা থাকলেও যারা বৃহস্পতিবার এক দিনের বাড়তি ছুটি নিয়েছেন তাদের ছুটি বাড়বে আরও ৩ দিন। মে দিবস, ইদুল ফিতর, চার দিনের সাপ্তাহিক ছুটিসহ কার্যত ৮ দিনের ছুটিতে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণপিপাসুরা।

বুধবার বিকেলে রাঙ্গামাটি পর্যটন ঝুলন্ত সেতুতে সরেজমিন দেখা গেছে, ঝুলন্ত সেতুসহ সেতুর দু’পাশেই পর্যটকদের আনাগোনা। তবে অন্য ইদ ও পর্যটন মৌসুমের চেয়ে তুলনামূলকভাবে পর্যটকদের সংখ্যা ছিল কম।

সংশ্লিষ্টরা বলছেন, ইদের দিন (মঙ্গলবার) ও বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাতের কারণে সকালে চট্টগ্রামসহ আশপাশের এলাকা থেকে পর্যটক কিছুটা কম এসেছেন। যে কারণে ঝুলন্ত সেতুতে তুলনামূলক মানুষ কম। তবে আগামী কয়েকদিন রাঙ্গামাটিতে পর্যটকদের চাপ থাকবে। এছাড়া স্থানীয় টেক্সটাইল কাপড়ের দোকানগুলোতে পর্যটকদের উপস্থিতি বেশ লক্ষ্যনীয়।

ঢাকা থেকে আগত এক শিক্ষার্থী জানান, সাজেক-খাগড়াছড়ি ঘুরে রাঙ্গামাটিতে বেড়াতে এসেছি। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। তবে এই মৌসুমে এসে কাপ্তাই হ্রদে পানি কম থাকায় ভালো লাগছে না। আমার আরও একবার আসার ইচ্ছে রয়েছে, কাপ্তাই হ্রদে পানি পরিপূর্ণ থাকা সময়ে ঘুরে বেড়াব।

রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে অবস্থিত দৃষ্টিনন্দন বার্গী লেক ভ্যালি রেস্তেরাঁর পরিচালক বাপ্পী তঞ্চঙ্গ্যা জানান, আমাদের এখানে সব সময়ই পর্যটকরা বেড়াতে আসেন। তবে এ কয়েকদিনের টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটকের সংখ্যা অনেকটা বেড়েছে। এটি আরও কয়েকদিন থাকবে।

সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জুমঘর ইকো-রিসোর্টের স্বত্ত্বাধিকারী জেরী লুসাই জানান, সাজেকে আমাদের সমিতির আওতাধীন ১০৯টি কটেজ-রিসোর্ট রয়েছে। টানা ছুটিকে কেন্দ্র করে প্রায় সবগুলো কটেজ-রিসোর্ট পর্যটকে পরিপূর্ণ রয়েছে। এবার ছুটির দিন বাড়ার কারণে পর্যটকের সংখ্যাও বাড়বে।

রাঙ্গামাটি জেলা শহরের রিজার্ভবাজারে অবস্থিত হোটেল নাদিশা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মো. শাহিন সুলতান জানান, আমাদের হোটেলে ৫০টি থাকার রুম রয়েছে, বেড অনুযায়ী ১২০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। ৪ মে পর্যন্ত সম্পূর্ণ বুকিং রয়েছে। তবে ৬-৭ মে এর জন্য ৮০-৯০ বুকিং কনফার্ম হয়েছে। আশা করি বাকিগুলোও কাভারেজ হয়ে যাবে।

রাঙ্গামাটি পর্যটন মোটেলের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, ‘আমাদের পর্যটন মোটেলে ৮৮টি আবাসিক কক্ষ রয়েছে। যেগুলোর ৭০ শতাংশ পর্যটকে পূর্ণ রয়েছে। এছাড়া মোটেলে অবস্থানরত পর্যটক ছাড়াও পর্যন্ত ঝুলন্ত সেতুতে দেড় হাজার খানেক পর্যটক ভ্রমণ করেছেন। সবমিলিয়ে পর্যটকদের আগমন মোটামুটি ভালো।’

এই সময়ে পর্যটকরা ছাড়াও স্থানীয় ভ্রমণপিপাসু মানুষরা ঘুরে বেড়াচ্ছেন রাঙ্গামাটির সবগুলো পর্যটন ও বিনোদনকেন্দ্রে। রাঙ্গামাটি পর্যটন ঝুলন্ত সেতু, আরণ্যক, পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, আসামবস্তি-কাপ্তাই সড়ক, বার্গী লেক ভ্যালি, সাঙ সাবারাংসহ কেরাণী পাহাড় ও হ্রদের ওপর জেগে উঠা চরগুলোতে সিগ্ধ বিকেলে ঘুরে ও নৌ-ভ্রমণে অবসাদ দূর করছেন স্থানীয়রা।

সারাবাংলা/এমও

ইদ ঘিরে পর্যটনশিল্প পাহাড়ের পর্যটন রাঙ্গামাটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর