Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় সড়ক দুর্ঘটনা: আরও একজনের মৃত্যু


৫ মে ২০২২ ১২:৫৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষের ঘটনায় আহত মহিফুর রহমান রাতুল (২৮) নামে সিএনজি অটোরিকশার যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৫ মে) সকাল ১০টার দিকে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, ভোরে উত্তরায় প্রাইভেটকার সিএনজি সংঘর্ষের ঘটনায় সিএনজির যাত্রী ছিল রাতুল। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। খবর পেয়ে পরে তার স্বজনরা ঢামেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় রাতুল। পরে তার মরদেহ আবার অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাতুল একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করত। তার বিস্তারিত পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।

এর আগে এই দুর্ঘটনায় সিএনজি চালক তৈয়ব আলী (৬০) মারা যান।

বৃহস্পতিবার (৫ মে) ভোরে উত্তরা ১৩ নম্বর সেক্টর সিঙ্গারের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) সাহিন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তৈয়ব জামালপুরের মেলান্দহ উপজেলার বাসিন্দা। বর্তমানে থাকতেন যাত্রাবাড়ি ধোলাইপাড় এলাকায়।

আরও পড়ুন- উত্তরায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালক নিহত

উত্তরায় সড়ক দুর্ঘটনা টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর