Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনের নামে নৈরাজ্য করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২২ ১৬:০৬

ফাইল ছবি

ঢাকা: সব রাজনৈতিক দলের কর্মসূচি করার অধিকার রয়েছে। তারা জনগণের পক্ষে কথা বলবেন, এটিই স্বাভাবিক। কিন্তু আন্দোলনের নামে ভাঙচুর করবেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিরোধ করবে বলে ‍উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৫ মে) ইদের ছুটি কাটিয়ে এসে প্রথম কর্মদিবসে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ইদের পরে বিএনপি আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। জনগণের কাছে যেতে তারা নানা কৌশল নেবেন। কিন্তু এ পর্যন্ত দলটি যে সব কর্মসূচি নিয়েছে সব জনগণের স্বার্থের বিরুদ্ধে ছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। কোনো আন্দোলন তাদের কাজে আসে না।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে তারা নানা ধরনের কথা বলেন। কিন্তু তা যদি বাস্তবসম্মত না হয়, জনগণ গ্রহণ না করে। তাহলে কোনো আন্দোলনের হুমকি সফল হয় না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে যদি দেশে ভাঙচুর নৈরাজ্য সৃষ্টি করা হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে এটিই স্বাভাবিক।’

সারাবাংলা/জেআর/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর