Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে গাছের সঙ্গে সিএনজির ধাক্কায় সুপারি ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২২ ১৬:১৬

জয়পুরহাট: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সিএনজির ধাক্কা লেগে আব্দুস সামাদ (৫০) নামে এক সুপারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) সকালে ক্ষেতলাল উপজেলার মধুপুকুর বাজার এলাকায় মোলামগাড়ীহাট-দুপচাঁচিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুস সামাদ কালাই উপজেলার বামন গ্রামের মৃত ফজির উদ্দিনের ছেলে।

ওসি রওশন ইয়াজদানী বলেন, ‘সুপারি ব্যবসায়ী সামাদ সিএনজিতে করে দুই বস্তা সুপারি নিয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপেরহাট বাজারে যাচ্ছিলেন। পথে মধুপুকুর বাজার এলাকায় একটি বাইসাইকেল আরোহী রাস্তা পার হচ্ছিলেন। এসময় বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি উল্টে যায়।’

এতে গুরুতর আহত হন আব্দুস সামাদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

জয়পুরহাট সিএনজির ধাক্কা সুপারি ব্যবসায়ী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর