Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোড়াঘাটে ১ কেজি ওজনের কষ্টিপাথর জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২২ ১৮:০৭

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে আজিজ নামের এক ব্যক্তির বাড়ি থেকে এক কেজি ওজনের একটি কষ্টিপাথর জব্দ করেছে থানা পুলিশ।

ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র চাকী কষ্টি পাথরটি উদ্ধার করেন। পাথরটির ওজন ১ কেজি ২৪৯ গ্রাম।

বৃহস্পতিবার (৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, গেল দুই মাস আগে করতোয়া নদী থেকে কষ্টি পাথরের একটি মূর্তির দুটি পায়ের অংশ দেখতে পেয়ে সেটি উদ্ধার করে আজিজ নিজ বাড়িতে লুকিয়ে রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বাড়িতে লুকায়িত রাখা অবস্থায় কষ্টিপাথরটি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘পাথরটি আমরা সাধারণ ডায়েরি (জিডি) মূলে নিজেদের হেফাজতে নিয়েছি।’

ওসি আরও জানান, জব্দ হওয়া পাথরটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।

সারাবাংলা/একে

কষ্টিপাথর দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর