Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি আন্দোলনের কথা বললে এখন মানুষ হাসে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২২ ১৯:৪৬

নোয়াখালী: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত ১৩ বছরে ২৬ বার আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু সেই ডাক, আন্দোলনের মুখ দেখেনি। এখন বিএনপি আন্দোলনের কথা বললে মানুষ হাসে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিএনপি ১৩ বছরে পারলো না আন্দোলন করতে, কোন বছর পারবে? তাদের আন্দোলন হবে কোন বছর? তারা আন্দোলনের নামে ভুয়া হুমকি-ধুমকি দেয়।’

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আগামী জুন মাসে পদ্মা সেতু উদ্বোধন হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যা খান সোহেল, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

সারাবাংলা/এমও

আন্দোলন ওবায়দুল কাদের টপ নিউজ বিএনপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর