জয়পুরহাটে ভুয়া র্যাব সদস্য আটক
৬ মে ২০২২ ১৫:৫৫
জয়পুরহাট: জয়পুরহাটে আলমগীর হোসেন নামে এক ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
শুক্রবার (৬ মে) ভোর রাতে র্যাব পরিচয়ে চাঁদাবাজি করার সময় জয়পুরহাট শহরের খনজনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলমগীর হোসেন জয়পুরহাট পৌর শহরের সওদাগরপাড়ার মহল্লার সওদাগর শেখের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান, আটক আলমগীর দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময় র্যাব, সিআইডি,পুলিশ ও সাবেক সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে জেলার বিভিন্ন এলাকায় বেকার যুবকদের সরকারি চাকরি দেওয়ার কথা বলে এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।
ভোর রাতে খনজনপুর এলাকায় এক ব্যক্তি র্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড, র্যাবের পোশাক পরিহিত পার্সপোর্ট সাইজের ছবি, ভুয়া সিআইডির কার্ড, একটি মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়।
সারাবাংলা/একে