Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর আটক

লোকাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ১৫:৫১

নিহত গৃহবধূ সোনিয়া

ভৈরব: ভবানীপুরে যৌতুকের দাবিতে সোনিয়া বেগম (১৯ ) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মে) সকালে নিজ বাড়িতে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের বাবা ফারুক আহমেদ ও এলাকাবাসিরা জানায়, গত ৫ মাস আগে শ্রীনগর ইউনিয়নের মাধবপুর গ্রামের ফারক আহমেদের মেয়ে সোনিয়ার সঙ্গে একই ইউনিয়নের ভবানিপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিক মিয়ার ছেলে শাহিন মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিদেশে যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে সোনিয়াকে চাপ দেয় স্বামী। পরে সোনিয়ার পরিবার থেকে দেড় লাখ টাকা দেওয়া হয় । দেড় লাখ টাকা দেওয়ার পর ও আরও টাকা দেয়ার জন্য নানাভাবে নির্যাতন চালায় সোনিয়ার উপর। এ নিয়ে এলাকায় কয়েক দফা গ্রাম্য সালিশও হয়েছে। শনিবার ভোরে শ্বশুরবাড়ির লোকজন ফোন করে জানায় সোনিয়ার মুখে কি যেন হয়েছে। খবর পেয়ে নিহত সোনিয়ার বাবাসহ পরিবারের লোকজন গিয়ে সোনিয়ার নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন । মরদেহের গলায় ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । এসময় মরদেহ ফেলে শ্বশুর ও স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

বিজ্ঞাপন

নিহতের চাচা মাসুম মিয়া দাবি করেন, তার ভাতিজিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন ।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

গৃহবধূকে হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর