Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুরুস্কুল আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে সেনাপ্রধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ১৬:১৭

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, ছবি: সারাবাংলা

কক্সবাজার: বাস্তবায়নাধীন জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মাণাধীন বিশেষায়িত খুরুস্কুল আশ্রয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। আগামী ২০২৩ সালের জুনে এই আশ্রয়ন প্রকল্পের কাজ শেষ হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

শনিবার (৭ মে) দুপুর ১২টা নাগাদ খুরুস্কুল আশ্রয়ন প্রকল্পে পৌঁছান সেনাপ্রধান। এ সময় প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন ৩৪ কনস্ট্রাকশন বিগ্রেডের কমান্ডার বিগ্রডিয়ার জেনারেল মাসুদুর রহমান।

বিজ্ঞাপন

এ বিষয়ে সেনাপ্রধান বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হবে। বিমান বন্দর সম্প্রসারণের কারণে শহরের সমিতি পাড়া ও কুতুবদিয়া এলাকায় আশ্রয় নেওয়া জলবায়ু উদ্বাস্তুদের জন্যে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এ প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ১ হাজার ৩৩৩ কোটি ৬২ লাখ টাকা। যেখানে স্থায়ী মাথা গোঁজার ঠাঁই পাবে জলবায়ু উদ্বাস্তু ৩ হাজার ৮০৮ টি পরিবার।

প্রকল্পে থাকবে ১৩৯টি পাঁচতলা ভবন। এর মধ্যে তৈরি হওয়া ২০টি ভবনে ৬০০ পরিবারকে একটি করে ফ্ল্যাট গত ২০২০ সালে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকী ১১৯টি ভবন নির্মাণে কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

এ সময় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল ফখরুল আহসানসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

কক্সবাজার খুরুস্কুল আশ্রয়ন প্রকল্প সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর