Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ১৭:৩১

প্রতীকী ছবি

দিনাজপুর: নবাবগঞ্জ উপজেলার কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ অপসারণের সময় গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭মে) দুপুরে উপজেলার ৯ নম্বর কুচদহ ইউনিয়নের ষষ্টিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম তাইজুল ইসলাম (৪৪)। সে ওই এলাকার বাঘাডুবি ভবানীপুর গ্রামের ছব্বুর হোসেনের ছেলে।

জানা যায়, শনিবার দুপুরে ওই এলাকার শফিকুল ইসলামের বাড়ি সংলগ্ন আকাশমনি বাগানের বেশ কিছু গাছ ঝড়ে উপড়ে পড়ে যায়। ওই গাছগুলো বাগান মালিক বিক্রি করে দেয়। বিক্রি হওয়া গাছগুলো সংগ্রহ করে ট্রলির মাধ্যমে গাড়িতে উঠানোর সময় একটি গুঁড়ি পড়ে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য গোফফার হোসেন বলেন, শনিবার সকালে ৩ জন শ্রমিক শফিকুলের বিক্রি করা গাছ গাড়িতে তোলার সময় বেগতিক ভাবে আকাশমনি গাছের গুঁড়ি মাথায় পড়ে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই কাঠশ্রমিক তাইজুল ইসলাম মারা যান।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম এ আব্দুর রহিম মেডিকেল হাসাপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর