Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ মিললো ব্যবসায়ীর পুকরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ১৮:২৬

বাগেরহাট: মোরেলগঞ্জে এক ঘের ব্যবসায়ীর বাড়ির পুকুর থেকে সুন্দরনের কর্তন নিষিদ্ধ ৭ পিস সুন্দরী কাঠ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। শনিবার (৭ মে) বেলা ২টার দিকে গুলিয়াখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা গুয়াতলা গ্রামের রেজাউল ইসলাম ওরফে সোহাগ ফকিরের বাড়ির পুকুর থেকে কাঠগুলো উদ্ধার করে।

বনবিভাগের সদস্যরা ওই বাড়িতে যাওয়ার পরই সোহাগ ফকির গরু খোঁজার কথা বলে গা ঢাকা দেন। তার স্ত্রী পলি বেগম বলেন, ‘জমিজমা সংক্রান্ত শত্রুতার কারণে তাদের পুকুরে সুন্দরী কাঠ রেখে বনরক্ষীদের খবর দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

গুলিয়াখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ ফকিরের বাড়ির পুকুরে তল্লাশি চালানো হয়। এসময় পুকুরে ৭ পিস সুন্দরী কাঠ পাওয়া যায়। কাঠগুলো জব্দ করা হয়েছে। কাঠগুলো কাটার কারণে পরিবেশগত অনেক ক্ষতি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

বনবিভাগ সুন্দরবন সুন্দরী কাঠ