Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংখ্যালঘু মুক্তিযোদ্ধার জমি দখলে মরিয়া আ.লীগ-বিএনপি নেতারা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ২০:১৩

বাগেরহাট: মোংলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা মিলেমিশে সংখ্যালঘু এক বীর মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলে নেওয়ায় মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালীদের মদদে সন্ত্রাসী হামলারও শিকার হয়েছেন মোংলার উত্তর মালগাজীর কৃষ্ণপদ বিশ্বাস নামের এই বীর মুক্তিযোদ্ধা।

শনিবার (৭ মে) মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বীরমুক্তিযোদ্ধা কৃষ্ণপদ বিশ্বাস। পাশাপাশি জীবন ও সম্পদের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতার দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে কৃষ্ণপদ বিশ্বাস লিখিত বক্তব্যে বলেন, ‘মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর মালগাজি গ্রামে (চৌকিদারের মোড়) আমার পৈতৃক সূত্রে পাওয়া জমির উপর একটি মার্কেট রয়েছে। যা দিয়ে আমার পরিবার-পরিজনের সংসার চলে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের কাছে জানাই আমার নিজস্ব জমির উপর থাকা ওই মার্কেটটি দখলে প্রভাবশালী একটি মহলের লোলুপ দৃষ্টি পড়েছে। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হওয়াই এ মহলটি আমাকে দেশ ছাড়া করার বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে।’

তিনি দাবি করেন, মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন এবং মালগাজী এলাকায় বসবাসকারী বিএনপি নেতা ওয়াহিদ মুরাদের নেতৃত্বে গড়ে ওঠা প্রভাবশালী মহলের ক্যাডার বাহিনী তাদের নামে জায়গার মালিকানার সাইনবোর্ড টানিয়েছে। মার্কেটটি জবর দখলের পাঁয়তারাকারী প্রভাবশালীরা আমাকে ইতিমধ্যে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তাদের ভয়ে আমি পরিবার পরিজন নিয়ে ভয়ে দিন যাপন করছি।’

বিজ্ঞাপন

এসময় তিনি এই প্রভাবশালী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সারাবাংলা/এমও

আ.লীগ-বিএনপি জমি দখল মুক্তিযোদ্ধার জমি

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর