‘সিডিএ প্রকৌশলীদের হাতে থাকলে জনভোগান্তি হতো না’
৭ মে ২০২২ ২০:৩৭
চট্টগ্রাম ব্যুরো: প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের শতভাগ দায়িত্ব জেলা প্রশাসকদের (ডিসি) প্রদান সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ের আদেশ অবিলম্বে বাতিল না হলে প্রকৌশলীরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে প্রকৌশল সংস্থাগুলোর শীর্ষ পদে প্রকৌলীদের পদায়ন ও প্রকৌশলভিত্তিক ক্যাডার ব্যবস্থার প্রবর্তনেরও দাবি জানানো হয়েছে।
শনিবার (৭ মে) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির চেয়ারম্যান প্রবীর কুমার সেন। আইইবির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে ২০২২’ উদযাপন বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে একাধিক প্রকৌশলী গত ১৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয়ের জারি করা আদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান চেয়ারম্যান প্রবীর কুমার সেন বলেন, ‘সরকারের উন্নয়ন কার্যক্রমে প্রকৌশলীরা যথাযথ দায়িত্ব পালন করতে না পারায় জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা প্রকৌশলীরা সরকারের সম্পূরক হিসেবে কাজ করি। আমাদের যথাস্থানে দায়িত্ব দেওয়ার দাবিতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)সহ সকল উন্নয়ন সংগঠন প্রকৌশলীদের দ্বারা পরিচালিত হলে জনভোগান্তি থাকতো না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উন্নয়ন হয়েছে প্রকৌশলীদের কারণে। চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহসহ অবকাঠামো ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হওয়ার কারণ হলো, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন একজন প্রকৌশলী।’
সংবাদ সম্মেলনে পলিটেকনিক্যাল শিক্ষকদের বর্তমান চাকরি কাঠামো পরিবর্তন করা, বেসরকারি প্রকৌশলীদের জন্য চাকরিবিধি প্রণয়ন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকে ক্যাডারভুক্ত করা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রকৌশল বিভাগ সৃষ্টির দাবি জানানো হয়।
এতে আরও বক্তব্য দেন আইইবি’র চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, আইইবি’র প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন।
এর আগে, সকালে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানসূচির মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়।
সারাবাংলা/আরডি/পিটিএম