চট্টগ্রাম বন্দরে আরও ২ ‘গ্যান্ট্রি ক্রেন’
স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ২১:২০
৭ মে ২০২২ ২১:২০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামার সরঞ্জামের বহরে যুক্ত হচ্ছে আরও দুইটি অত্যাধুনিক ‘কি গ্যান্ট্রি ক্রেন’ ও তিনটি রাবার টায়ার গ্যান্ট্রি।
শনিবার (৭ মে) পাঁচটি সরঞ্জাম নিয়ে আসা এমভি জিং হুয়া টুয়েলভ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের পাঁচ নম্বর বার্থে নোঙর করেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘কনটেইনার হ্যান্ডলিংকে আরও সহজ করতে বন্দর কর্তৃপক্ষ ১০৪টি বিভিন্ন ধরনের সরঞ্জাম সংগ্রহ করছে। এর আগে মোবাইল হারবার ক্রেনের একটি চালান এসেছে। এবার দুইটি কি গ্যান্ট্রি ক্রেন ও তিনটি রাবার টায়ার গ্যান্ট্রি এসেছে। পর্যায়ক্রমে আরও সরঞ্জাম আসবে।’
সারাবাংলা/আরডি/এনএস