Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপন্ন প্রায় কচ্ছপ জন্ম দিল ৩৩ বাচ্চা

লোকাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ২১:৫৮

মোংলা (বাগেরহাট): সুন্দরবনের করমজলে বিপন্ন প্রায় একটি বাটাগুর বাসকা কচ্ছপের দেওয়া ৩৪ ডিমের মধ্যে ৩৩টি বাচ্চা ফুটে বের হয়েছে। স্যান্ডবিচ (বালুর চর) থেকে বাচ্চাগুলো তুলে সংরক্ষণ প্যানে (ছোট পুকুরে) রাখা হয়েছে।

শনিবার (৭ মে) ভোরে বাটাগুর বাসকা কচ্ছপের ডিম হতে বাচ্চা ফুটে বের হয়। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাওলাদার আজাদ কবির জানান, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ের স্যান্ডবিচে একটি বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ গতকাল ৬ মার্চ ৩৪টি ডিম দেয়। এরপর আজ শনিবার ভোর থেকে ডিম হতে বাচ্চা ফুটে বের হতে শুরু করে। সকাল ৯টা পর্যন্ত একে একে ৩৩টি বাচ্চা ফুটে বের হয়।

তিনি আরও জানান, ৩৪টির মধ্যে একটি ডিম নষ্ট হয়ে গেছে। স্যান্ডবিচ থেকে বাচ্চাগুলোকে তুলে ওই কেন্দ্রের প্যানে রাখা হয়েছে। প্যানে রেখে লালনপালনের পর ছেড়ে দেওয়া হবে কেন্দ্রের বড় পুকুরে।

উল্লেখ্য, ২০১৪ সালে সুন্দরবনের করমজলে বিলুপ্ত প্রায় বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের সংরক্ষণ ও বংশ বিস্তারে এ প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়। এদেশের বনবিভাগ ও আমেরিকা এবং অস্ট্রিয়ার দুইটি সংস্থা যৌথভাবে এ কেন্দ্রটি গড়ে তোলে।

প্রথমে ৮টি কচ্ছপ দিয়ে এর প্রজনন কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৭ সাল থেকে কেন্দ্রটিতে ডিম দিতে শুরু কচ্ছপগুলো। সেই থেকে এই পর্যন্ত ৩২৭টি ডিমে ২৭৫টি বাচ্চা ফুটেছে। বর্তমানে কেন্দ্রটিতে ছোট বড় মিলিয়ে ৩৮৭টি কচ্ছপ রয়েছে।

সারাবাংলা/এনএস

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র বাটাগুর বাসকা কচ্ছপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর