Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চাঁদা না দেওয়ায়’ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২২ ১১:২৮ | আপডেট: ৮ মে ২০২২ ১৩:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীকে পিটিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চাঁদা না দেওয়ায় স্থানীয় একদল দুর্বৃত্ত তাকে খুন করে।

শনিবার (৭ মে) রাতে নগরীর পাহাড়তলী রেলওয়ে স্টেশন জামে মসজিদ এলাকায় হামলার শিকার হন ওই ব্যবসায়ী। রোববার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মো. ফরিদ (৪৫) পাহাড়তলী রেলওয়ে কলোনি এলাকায় একটি গাড়ি পরিস্কারের ওয়ার্কশপের মালিক।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরিফ হোসেন সারাবাংলাকে জানিয়েছেন, ওয়ার্কশপের জন্য স্থায়ী স্থাপনা নির্মাণের পর স্থানীয় কিছু লোক ফরিদের কাছ থেকে চাঁদা দাবি করে। ফরিদ চাঁদা না দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, এর জের ধরে গত (শনিবার) রাত সোয়া ১১ টার দিকে ফরিদের ওপর হামলা হয়। ৮-১০ জন লোক গিয়ে লোহার রড, সিমেন্টের স্ল্যাব দিয়ে তাকে বেধড়ক পেটায়। আহত ফরিদকে চমেক হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে মারা যান।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেন জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এএম

চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর