Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের স্কুলে রুশ হামলা, অর্ধশতাধিক নিহতের শঙ্কা গভর্নরের

আন্তর্জাতিক ডেস্ক
৮ মে ২০২২ ১৫:৩৩

ছবি: সংগৃহীত

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের বেলোগোরোভকা শহরের একটি স্কুল ভবনের ধ্বংসস্তূপ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভবনটিতে আটকে পড়া ৬০ ব্যক্তিও নিহত হয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছেন লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই। খবর আলজাজিরা।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শনিবার (৭ মে) রাশিয়ার সামরিক বাহিনী যখন ওই বোমা হামলায় চালায় তখন প্রায় ৯০ জন লোক ওই স্কুলের ভবনে আশ্রয় নিয়েছিল।

বিজ্ঞাপন

সেরহি হাইদাই তার টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন, ‘সম্ভবত এখন ভবনের ধ্বংসস্তূপের নিচে থাকা ৬০ জনের সবাই মারা গেছেন।’ উদ্ধার কর্মীরা ৩০ জন ব্যক্তিকে উদ্ধার করে। এর মধ্যে সাতজন গুরুতর আহত হয়েছেন।

তবে আলজাজিরা এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এনএস

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর