চুয়াডাঙ্গায় ভুয়া দাঁতের ডাক্তারকে জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা
৮ মে ২০২২ ২০:৪০
চুয়াডাঙ্গা: কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিগ্রি ও সনদ না থাকলেও জাম্মি ডেন্টাল কেয়ারের মালিক ও চিকিৎসক পরিচয় দিয়ে দাঁতের সাধারণ চিকিৎসা থেকে শুরু করে অস্ত্রোপচার পর্যন্ত সব ধরনের সেবা দিয়ে যাচ্ছিলেন আহমদ জামিল মুজহারি ওরফে জাম্মি।
কয়েকজন ভুক্তভোগী বিষয়টি টের পেয়ে অভিযোগ করলে ওই ভুয়া প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। তাতে চিকিৎসক পরিচয় দেওয়া আহমদ জামিলকে দুই লাখ টাকা জরিমানা করার পাশাপাশি জাম্মি ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
রোববার (৮ মে) দুপুরে চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে অবস্থিত জাম্মি ডেন্টাল কেয়ারে ওই অভিযান চালানো হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মাজহারুল ইসলাম বলেন, কোনো ধরনের ডিগ্রি ও সনদ না থাকা সত্ত্বেও আহমদ জামিল ওরফে জাম্মি নামে একজন অপচিকিৎসা দিয়ে আসছেন— এরকম গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই তথাকথিত ডেন্টাল ক্লিনিকে অভিযান চালাই। অভিযানে আহমেদ জামিলের কাছে চিকিৎসাসেবা দেওয়ার বিপরীতে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু তিনি কোনো ধরনের সনদ দেখাতে ব্যর্থ হন। এ কারণে তাকে জরিমানা করে প্রতিষ্ঠানটি সিলগালা করার আদেশ দেওয়া হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় আহমেদ জামিলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশও অবিলম্বে কার্যকর করতে বলা হয়।
স্থানীয়রা জানান, জাম্মি ডেন্টাল কেয়ারের মাধ্যমে আহমেদ জামিল গত পাঁচ থেকে ছয় বছর ধরে স্থানীয়দের দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন।
সারাবাংলা/টিআর