Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২২ ০৯:২৫

দিনাজপুর: বিরামপুরে ট্রাকের ধাক্কায় চার্জার ভ্যানে থাকা বিমল মার্ডী (৩৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ভ্যানের চালকসহ আরও এক যাত্রী।

রোববার (৮ মে) রাতে উপজেলার বগুড়া-দিনাজপুর মহাসড়কের চণ্ডিপুর নামক এলাকায় মোজাম্মেল হক মেম্বারের চাতালের সামনে এই ঘটনা ঘটে। নিহত বিমল মার্ডী দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার জয়নগর গ্রামের সুধীর মার্ডীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, বিরামপুর বাজার থেকে চার্জার ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন বিমল মার্ডী ও জীবন মার্ডী। পথে উপজেলার চণ্ডিপুর নামক স্থানে পৌঁছালে পেছন দিকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে মারা যান বিমল মার্ডী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

দিনাজপুর

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর