৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২২ ১২:৫০
৯ মে ২০২২ ১২:৫০
ঢাকা: ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা- চট্টগ্রাম ও নোয়াখালী সড়কে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ মে) মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় তিন রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দুপুর ১২টার দিকে ঢাকা- চট্টগ্রাম ও নোয়াখালী সড়কে রেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর ৪টায় কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে।
এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস, লাকসাম থেকে ছেড়ে আসা সুবর্ন এক্সপ্রেস এবং শশীদল স্টেশনে তুর্না নিশিথা এক্সপ্রেস আটকা পরে।
সারাবাংলা/জেআর/এএম