Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট
৯ মে ২০২২ ১৭:০৪

নওগাঁ: মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার (৯ মে) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, ‘শুধু অভিযান চালিয়ে, গ্রেফতার করে বা সাজা দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এই যে যার জায়গা থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তবেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’

মাদক নিরসনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘জেলা বা উপজেলা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে পারবে না। যদি কোনো নেতাকর্মী মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে যায় তবে ওই মামলার চার্জশিটেও তার নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আগামী প্রজন্মকে মাদকর প্রভাব থেকে মুক্ত রেখে একটি সুন্দর জাতি ও সুষ্ঠু বাংলাদেশ গঠনে পরিবার থেকেই আন্দোলন শুরু হওয়া দরকার। মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।’

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান সভাপতিত্ব সভায় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব্যটালিয়ন ও পত্নীতলা ব্যটালিয়নের কমান্ডিং অফিসার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ খাদ্যমন্ত্রী মাদক মাদক নিয়ন্ত্রণ সামাজিক আন্দোলন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর